আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শারমিন আক্তার সুপ্তা আলো কেড়েছেন। গত বুধবার দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরির খুব কাছেই ছিলেন তিনি। কিন্তু ৪ রানের আক্ষেপ নিয়ে তাকে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে। তার এই সাফল্যে মোহাম্মদ সালাউদ্দিনের অবদান দেখেন নারী দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক।
জাতীয় দলের বাইরে থাকার সময় কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে শারমিন নিয়মিতই ব্যাটিং অনুশীলন করেছেন। এমনিতেই কিছুটা মন্থর ব্যাটিং করলেও এদিন ছিলেন আগ্রাসী। তিনি ৮৯ বলে ১৪ চারে ৯৬ রানের ইনিংস খেলেন। তার ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ২৫২ রান করে।
শারমিনের প্রশংসা করে বাংলাদেশের ব্যাটিং কোচ নাসির বলেছেন, ‘আমার কাছে মনে হয় শারমিন অনেক পরিশ্রমী। ওর অনুশীলনের ধরন আগে থেকেই ভালো ছিল। সালাউদ্দিন ভাইয়ের কাছে সবসময় পরিচর্যায় ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে ভালো লেগেছে, ওর যে খেলার ধরন, প্রক্রিয়া, সেটাকে ফিরিয়ে এনেছে নিজের খেলায়। এজন্য মানসিকভাবে অনেক ভালো অবস্থায় ছিল।’
বাংলাদেশি ব্যাটারকে নিয়ে নাসির আরও বলেছেন, ‘যেটা আমি প্রথমে বলেছি, মানসিকতা। ব্যাটিংয়ের প্যাটার্ন ও ওয়ার্ক এথিক সবসময় ভালো ছিল। খুব পরিশ্রমী। মেয়েদের ক্রিকেটে এ ধরনের ইনিংস খুব একটা দেখা যায় না। একটা জিনিস ভালো লাগছে, আগে আপনারা সবসময় বলতেন আমরা একজনের ওপর নির্ভরশীল, তবে এখন মনে হচ্ছে রান করার জন্য সবাই সক্ষম।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।