তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। ২০২ রানের লক্ষ্য তাড়ায় ১৬৪ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় দল। তবে সিরিজে এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বলেই মনে করছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশতাক আহমেদ বিশেষভাবে প্রশংসা করেছেন তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারীর। তিনি বলেন, ‘শামীম ৪ ওভার বল করেছে, অনেক ভালো করেছে। আমাদের খেলায় ফিরিয়েছে। এই প্রথম তার বোলিং দেখলাম। সে একজন ষষ্ঠ বোলার হতে পারে, ভালো একজন বোলার হতে পারে।’
শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও নজর কেড়েছেন শামীম। দারুণ কিছু ক্যাচ নিয়েছেন তিনি। যদিও ব্যাট হাতে এই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি, তবু তিন বিভাগেই অবদান রাখার সামর্থ্য দেখিয়েছেন তিনি।
শামীমকে নিয়ে মুশতাক আরও বলেন, ‘ছয় নম্বরে শামীম দারুণ করছে। সে হচ্ছে একের ভেতর তিন। আজকে বোলিং দেখিয়েছে। দলে বিভিন্ন কম্বিনেশন দেখছি আমরা।’
এদিকে, ওপেনার নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রশ্নের জবাবে মুশতাক বলেন, ‘শান্ত অনেক অভিজ্ঞ। সময়মতো সে সুযোগ পাবে। ওকে নিয়ে অত চিন্তার কিছু নেই।’
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।