মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাহিদুল ইসলাম অঙ্কন ঝড় দেখিয়েছেন। দেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে দ্রুততম ফিফটি করেছেন তিনি। পাল্টা দিয়েছেন শামীম পাটোয়ারি। কিন্তু দলের অন্য ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হওয়ায় খুলনা টাইগার্সের বিপক্ষে৩৭ রানে হেরেছে শামীমদের চট্টগ্রাম কিংস।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৩ রান করে খুলনা। ওপেনিংয়ে নামা দলটির অজি ওপেনার গিল বসিস্টো ৫০ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। আটটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন অজি এই ব্যাটার। টি-২০ ক্যারিয়ারের আগের ১১ ম্যাচে মাত্র ১০২ রান করেছিলেন তিনি।
চট্টগ্রামের ছেলে অঙ্কন ২২ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন। বিধ্বংসী ওই ইনিংস তিনি সাজিয়েছেন ছয়টি ছক্কা ও একটি চারের শটে। ওই ইনিংস খেলার পথে ১৮ বলে ফিফটি করেন চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া অঙ্কন। বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা দ্রুততম ফিফটির রেকর্ড।
জবাব দিতে নেমে ৪৪ রানে ৩ থেকে ৫৬ রানে ৬ উইকেট হয়ে যায় চট্টগ্রাম। সেখান দলটি ১৬৬ রান পর্যন্ত যায় শামীম পাটোয়ারির ব্যাটে। বাঁ-হাতি এই ব্যাটার ৩৮ বলে ৭৮ রান করে নবম ব্যাটার হিসেবে আউট হন। ১৯তম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন তিনি, পঞ্চম বলে ১৬৬ রানে অলআউট হয় চট্টগ্রাম।
খুলনার হয়ে বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি ৪ উইকেট নিলেও ৩.৫ ওভারে ৪৪ রান দিয়েছেন। চট্টগ্রামের হয়ে আলিস আল ইসলাম ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।