ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় এবং শেষ টেস্টে দুই দল মাঠের লড়াইয়ে নেমেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে। সাগরিকায় মাঠে নামার আগে জানা যায় তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়তে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে এমনটায় জানা যায় চট্টগ্রাম টেস্ট নামার আগে। শান্তর অধিনায়কত্ব ছাড়া কাণ্ডে আজ বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হলে বিরক্ত প্রকাশ করেন।
বিসিবির সঙ্গে কথা না বলে শান্ত অন্য মাধ্যমে এই প্রসঙ্গে বলায় কিছুটা বিরক্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে খেলোয়াড়দের সচেতন হওয়া দরকার। বাইরে কথা না বলে বিসিবির সাথে কথা বলা উচিত। শান্ত অধিনায়কত্ব কেন করতে চায় না এসব নিয়ে আলোচনা হবে। কাল-পরশুর মধ্যে শান্তর অধিনায়কত্ব নিয়ে আলোচনা হবে।’
বিসিবি সভাপতি আরও যোগ করে বলেন, ‘শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আসলে সিদ্ধান্ত হবে। পত্রিকা পড়ে সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য যেহেতু দল ঘোষণা দেয় নাই, এখনো সম্ভাবনা আছে।’ অধিনায়ক শান্তর নিয়ম ভাঙার বিষয়ে বলেন, ‘শান্ত সংবাদমাধ্যমে জানিয়ে কোড অব কন্ডাক্ট ভেঙেছে।’
সাকিব ইস্যুতে সভাপতি বলেন, ‘আমি একজন ক্রিকেটার হিসেবে চিন্তা করেছি যে, সে ১৬-১৭ বছর ক্রিকেট খেলেছে, দেশের জন্য অনেক অবদান, সে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তাই দেশে বিদায় নিতে পারলে ভালো হতো। কিন্তু সঙ্গে বাকি জিনিসগুলো দেখতে হবে। সব মিলিয়ে সে শেষ মুহূর্তে সে আসতে পারে নাই। এটা আইনগত একটা বিষয়। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত আছে। সাকিব আল হাসান আর আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় ছিল, বোর্ড জড়িত ছিল না। বোর্ডের পক্ষ থেকে আমাদের যতটা সম্ভব ততটা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।