শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা দিয়েছিলেন শরিফুল ইসলাম। ফিরিয়েছিলেন ওপেনার আভিস্কা ফার্নান্ডোকে। তবে ওয়ান ডাউনে নামা কামিন্দু মেন্ডিস আরেক ওপেনার কুশল মেন্ডিসকে নিয়ে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। তবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কপালে চিন্তার ভাঁজ দীর্ঘায়িত হতে দিলেন না তাসকিন আহমেদ।
কুশল মেন্ডিসের সঙ্গে জুটি বেঁধে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিলেন কামিন্দু মেন্ডিস। পঞ্চম ওভার করতে আসা তাসকিনকে বাউন্ডারি হাঁকিয়ে সেই ওভারে স্বাগত জানান তিনি। কিন্তু তাতে ওহমে আঘাত লাগে তাসকিনের। কামিন্দুকে আর ইনিংস বড় করতে দিলেন না টাইগার পেসার। ব্যাক অব লেন্থের ক্রস ব্যাটে সুইপ করতে গিয়ে ধরা পড়লেন সৌম্য সরকারের হাতে। এক হাতেই দুর্দান্ত ক্যাচটি নেন সৌম্য।
আউট হওয়ার আগে ১৪ বলে ১ চার ও ২ ছয়ে ১৯ রান করেন কামিন্দু। পাওয়ার প্লের ছয় ওভারে ২ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। ১৩ বলে ১৩ রানে ব্যাট করছেন কুশল মেন্ডিস। ৭ বলে ৭ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা।
এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন টাইগারদের একাদশে সুযোগ পেয়েছেন বিপিএলে কুমিল্লার হয়ে আলোচিত পারফরমার জাকের আলী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।