ইউরো চ্যাম্পিয়নশিপের চলমান আসরের নক আউট পর্ব শুরু হবে শনিবার (২৯ জুন) থেকে। গ্রুপ পর্ব শেষে ছয় গ্রুপের দুটি করে শীর্ষ দলের সঙ্গে সেরা চারটি তৃতীয় স্থান পাওয়া দল নিয়ে অনুষ্ঠিত হবে শেষ ষোল রাউন্ড।
নকআউট পর্বের প্রথম ধাপের টিকেট নিশ্চিত হয়েছে স্বাগতিক জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, ফ্রান্স, রোমানিয়া, বেলজিয়াম, পর্তুগাল, তুরস্ক, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া, জর্জিয়া ও স্লোভেনিয়ার।
গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া ৮ দল হলো-হাঙ্গেরি, স্কটল্যান্ড, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, সার্বিয়া, পোল্যান্ড, ইউক্রেন ও চেক প্রজাতন্ত্র। বাদ পড়া দলগুলোর তালিকায় লুকা মদরিচের ক্রোয়েশিয়া, রাবর্ট লেভানডফস্কির পোল্যান্ডে রয়েছে।
শেষ ষোলর সূচি :
শনিবার শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড-ইতালি। বার্লিনে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে ম্যাচটি। একই দিন ডর্টমুন্ডে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে জার্মানি-ডেনমার্ক।
৩০ জুন রোববার, গেলসেনকির্চেন বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-স্লোভাকিয়া। এদিন রাত ১টায় কোলানে শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন-জর্জিয়া।
১ জুলাই রোববার, বাংলাদেশ সময় রাত ১০টায় ডুসেলডর্ফে লড়বে ফ্রান্স-বেলজিয়াম। রাত ১টায় ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি হবে পর্তুগাল-স্লোভেনিয়া।
২ জুলাই মিউনিখে রোমানিয়া-নেদারল্যান্ডসের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। লাইপজিগে রাত ১টায় শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়া-তুরস্ক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।