ঢাকাWednesday , 15 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শচীনের দুই রেকর্ড ভেঙে চূড়ায় কোহলি

Sahab Uddin
November 15, 2023 6:49 pm
Link Copied!

বিশ্বকাপে ছন্দে আছেন বিরাট কোহলি। একের পর এক দারুণ ইনিংস খেলার পাশাপাশি তিনি গড়ে যাচ্ছেন রেকর্ডও। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ আসরের প্রথম সেমিফাইনালে ব্যাট হাতে আলো ছড়িয়ে গড়েছেন কয়েকটি রেকর্ড।

২০০৩ সালের আসরে ১১ ইনিংসে ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার। ২০ বছর পর এক ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন কোহলি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০তম রান নেওযার সময় এই রেকর্ড গড়েন তিনি। সঙ্গে একই ইনিংসে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন ভারতীয় এই ব্যাটার।

এদিকে এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে আরও এক দারুণ রেকর্ড গড়েছেন কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০টি শতক এখন কেবল তার দখলে। এই তালিকায় ৪৯টি শতক নিয়ে দুইয়ে থাকা টেন্ডুলকারকে তিনি ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে। ৫ নভেম্বর ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচটিতে ২৪৩ রানের বড় ব্যবধানে জয়লাভ করে ভারত। এই তালিকায় তিনে থাকা রোহিত শর্মার সেঞ্চুরি ৩১টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।