ঢাকাSunday , 12 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

লিটন-তানজিদের ব্যাটে বিপিএলে নতুন যতো রেকর্ড

BDKL DESK
January 12, 2025 10:41 pm
Link Copied!

চ্যাম্পিয়নস ট্রফির দল আজই ঘোষণা করেছে বিসিবি। সেখানকার সবচেয়ে বড় খবর দলে জায়গা হয়নি লিটন দাসের। কারণ, দীর্ঘদিন ধরে হাসছে না দাসের ব্যাট। এমনই দিনেই সিলেটে বিপিএল খেলতে ঢাকার হয়ে মাঠে নেমেছেন এলকেডি। দলে বাদ পড়ার সব জবাব যেন ব্যাট দিয়েই দিলেন এই ওপেনার। বুঝিয়ে দিলেন হয়তো, তিনি জ্বলে উঠতে জানেন। সিলেটও লিটনের জন্য ‘পয়া’ মাঠও। কেননা আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারসেরা ১৭৬ রানের ইনিংসটি তো এই মাঠেই খেলেছিলেন লিটন।

লিটনের সাথে এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝড় উঠিয়েছেন তানজিদ হাসান তামিমও। দুজনের ব্যাটে বিপিএলের ইতিহাসে বেশকিছু রেকর্ড ওলটপালট হয়েছে। নতুন করে তারা লিখেছেন নতুন রেকর্ড।

বিপিএলের এই ম্যাচে রেকর্ডগুলো দেখা যাক এক নজরে:

৪৪
লিটনের ৪৪ বলে সেঞ্চুরি। বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন টাইগার ওপেনারের। অবশ্য তিনি এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটন সমানসংখ্যক বলে করেছেন সেঞ্চুরি।

বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিটি পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে। লিটন অবশ্য বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন।


রেকর্ডের পাতায় অবশ্য নাম তুলেছেন তার সঙ্গী তানজিদ হাসান তামিমও। লিটন দাসের সঙ্গে তিনিও হয়েছেন ইতিহাসের অংশ। সেঞ্চুরি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। ১০৮ রানে ফিরে গিয়েছেন তিনি। তবে ফেরার আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি। তামিম ইকবালের সঙ্গে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি এখন তানজিদ তামিমের।


প্রথমবারের মতো বিপিএলে এক ইনিংসে দুইজন ওপেনারই সেঞ্চুরি করেছেন। এর আগে বিপিএলে দুই ওপেনার কখনও সেঞ্চুরির দেখা পায়নি।


এ নিয়ে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরি দেখলো বিপিএল। এর আগে, ২০১৯ আসরে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন রংপুর রাইডার্সের রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। দুজনেই খেলেছিলেন সমান ১০০ রানের ইনিংস।

২৪১
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন এই দুজনের। পেছনে ফেলেছেন ২০১৭ আসরের ফাইনালে ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটি। তানজিদ তামিম এবং লিটন কুমার দাস আজ করেছেন ২৪১ রান।

২৫৪
ঢাকা ক্যাপিটালস থেমেছেন ১ উইকেটে ২৫৪ রান নিয়ে। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানটাও এখন ঢাকা ক্যাপিটালসের দখলে। পেছনে পড়েছে ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড।


প্রথম উইকেটে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। আইপিএলে এর আগে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স ১ম উইকেটে তুলেছিলেন ২২৯ রান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।