ঢাকাThursday , 15 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

লাহোরে যোগ যেতে পেরে ‘খুবই খুশি’ সাকিব

BDKL DESK
May 15, 2025 9:10 pm
Link Copied!

‘প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ’। এমন সংকল্প নিয়েই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর শেষ পর্বে লাহোর কালান্দার্স দলে যোগ দিচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনজুরিতে পড়া ড্যারিল মিচেলের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। ৪ মে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে হাতের চোটে পড়েন ড্যারিল মিচেল। বৃষ্টিতে প্রভাবিত সেই ম্যাচে চোট এতটাই গুরুতর ছিল যে, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান এই কিউই অলরাউন্ডার।

চলতি পিএসএল সিজন ১০-এ এখন শেষ পর্যায়ের লড়াই। প্লে-অফের টিকিট নিশ্চিত করতে হলে কালান্দার্সকে জিততেই হবে বাকি ম্যাচগুলো। ঠিক এই সময়েই আন্তর্জাতিক অভিজ্ঞতায় ভরপুর এক খেলোয়াড়কে দলে টেনে দলকে নতুন শক্তি দিল তারা। ১৭ মে ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

দলে যোগ দেওয়ার আগে সাকিব বলেন, “লাহোর কালান্দার্সে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। এখন আমরা এমন একটি সময় পার করছি, যেখানে প্রতিটি ম্যাচই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিএসএল সবসময়ই উপভোগ করি, আর এবার মাঠে নেমে অবদান রাখার অপেক্ষায় আছি। কালান্দার্সের দারুণ সমর্থক এবং দুর্দান্ত দলীয় চেতনা রয়েছে, এই দলে যুক্ত হতে পারা সত্যিই আনন্দের।”

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ মুখ সাকিব। তার ঝুলিতে রয়েছে ৭,৪৩৮ রান ও ৪৯২ উইকেট, যার মধ্যে ক্যারিয়ার সেরা বোলিং ৬ রানে ৬ উইকেট! এমন একজন খেলোয়াড় লাহোর কালান্দার্সের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারসাম্য আনবে।

লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামীন রানা বলেছে, “সাকিবকে দলে পেয়ে আমরা রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, দক্ষতা ও অলরাউন্ড সামর্থ্য আমাদের দলের গভীরতা বাড়াবে এবং এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি বড় ভূমিকা রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।