অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে ক্রিকেট বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। আজ (শনিবার) ভারতের পুনেতে বাংলাদেশ ৮ উইকেটে হেরেছে সাবেক চ্যাম্পিয়নদের কাছে।
ক্রিকেটের এই হারের পাঁচ দিন পর দুই দেশের আরেকটি লড়াই। এবার ফুটবলে। পুনেতে যখন ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের প্রহর গুনছিলেন, তখন ফুটবলাররা পৌঁছায় মেলবোর্নে। ১৬ নভেম্বর এই শহরেরই সকারুজদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
শুক্রবার রাত ১১ টায় মেলবোর্নের উদ্দেশ্য রওয়ানা দিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়ারা ম্যাচের শহরে গিয়ে পৌঁছেছেন স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০ টায়। রোববার থেকেই শিষ্যদের নিয়ে অনুশীলন শুরু করবেন হ্যাভিয়ের ক্যাবরেরা।
অস্টেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু করবে বাংলাদেশ। অন্য দুই প্রতিপক্ষ লেবানন ও ফিলিস্তিন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরে বেশি বিশ্রাম পাবেন না জামাল ভূঁইয়ারা। ২১ নভেম্বর ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
লেবানন ঢাকায় আসার আগে খেলে আসবে ফিলিস্তিনের বিপক্ষে। ইসরায়েল ও হামাস ইস্যুতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামার কারণে লেবাননের হোম ম্যাচটি হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।