লঙ্কা টি-টেন লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ আরও সমৃদ্ধ হয়েছে। বাংলা টাইগার্স হাম্বানটোটা দলে সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলা টাইগার্স তাদের অফিসিয়াল পেজে লিখেছে, মোসাদ্দেক ও সাব্বির এখন টাইগার। বুধবার (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে লঙ্কা টি-টেন। উদ্বোধনী দিনে বাংলা টাইগার্স তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জাফনা টাইটান্সের। এর আগে সৌম্য সরকারকে ড্রাফট থেকে দলে নিয়েছিল বাংলা টাইগার্স। কিন্তু জাতীয় দলের খেলার সঙ্গে সময়সূচির সংঘর্ষের কারণে সৌম্য লঙ্কা টি-টেনে খেলতে পারছেন না। তার জায়গায় সাব্বির রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।
মোসাদ্দেক ও সাব্বির ছাড়াও বাংলা টাইগার্সে রয়েছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা, দুষ্মন্ত চামিরা, ইসুরু উদানা, কুশল পেরেরা, পাকিস্তানের ইফতিখার আহমেদ, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, করিম জানাত, রিচার্ড গ্লিসন, বিজয়কান্ত বিশ্বকান্ত ও ব্রায়ান বেনেটরা।
বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক লিগগুলোতে অংশগ্রহণ দেশি ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ এবং গর্বের বিষয়। এবার মোসাদ্দেক ও সাব্বিরের পারফরম্যান্স নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে বাড়তি উত্তেজনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।