লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএলে) এখন পর্যন্ত দল পেয়েছেন বাংলাদেশের মাত্র একজন। তিনি হলেন তাসকিন আহমেদ। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি পেসারের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ লাখ টাকা)। কলম্বো স্ট্রাইকার্স ওপেনিং বিডে শেষ মুহূর্তে তাসকিনকে কিনে নিয়েছে।
কলম্বো কিনেছে লঙ্কান পেস সেনসেশন মাথিশা পাথিরানাকেও। সেটা আবার টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড দামে। ডানহাতি এই পেসারকে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৪১ লাখ টাকা।
পাথিরানা আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে জুটি বেঁধেছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে। এবার তার জুটির সঙ্গী হবেন তাসকিন।
এদিকে তাসকিন দল পেলেও অবিক্রীত থেকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস এবং শরিফুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।