ফাইনালে মোসাদ্দেক হোসেন সৈকত খেলেননি। তবে বাংলাদেশের আরেক তারকা সাব্বির রহমান দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জাফনা টাইটান্সকে ২৬ রানে হারিয়ে লঙ্কান টি-টেন চ্যাম্পিয়ন হয়েছে সাব্বির-মোসাদ্দেকের দল হাম্বানটোটা বাংলা টাইগার্স।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলা টাইগার্স। মোহাম্মদ শাহজাদ ১১ বলে ২৬, অধিনায়ক দাসুন শানাকা ১০ বলে ২১, শেভন ড্যানিয়েল ১৫ বলে খেলেন ২৬ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাব্বির। ৮ বল খেলে ২ ছক্কায় তিনি করেন দুইশ স্ট্রাইরেটে ১৬ রান।
জবাবে টম অ্যাবলের বিধ্বংসী ইনিংসের পরও ৬ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি জাফনা টাইটান্স। অ্যাবেল ২৭ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫৪ রানে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।