অক্টোবরে নারীদের সাফে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। টানা দ্বিতীয় শিরোপা লুফে নেয়ার মিশনে তারা হারায় ভারত, ভুটান ও নেপালকে। সূচনা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। এবার ওই পারফরম্যান্সের পুরস্কার পেল সাবিনা খাতুনের দল।
ফিফা র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১৩৯ থেকে তাদের অবস্থান এখন ১৩২-এ। বাঘিনীদের নামের পাশে এখন এক হাজার ৯৭ দশমিক ৫৫ পয়েন্ট। তাদের ক্যারিয়ার সর্বোচ্চ র্যাঙ্কিং ১০০। ২০১৩ সালের পর ২০১৭ সালে ওই পজিশনে উঠেছিল লাল সবুজের প্রতিনিধিরা।
এবারের হালনাগাদে বাংলাদেশের চেয়ে বড় লাফ দিয়েছে মাত্র ২টি দল। ৮ ধাপ করে এগিয়ে এস্তোনিয়া ৯৯ ও সৌদি আরব ১৬৬ নম্বরে আছে। ৭ ধাপ এগিয়েছে ইন্দোনেশিয়াও। তাদের বর্তমান পজিশন ৯৭। সর্বোচ্চ ১৬ ধাপ পিছিয়েছে লাওস।
যথারীতি শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। স্পেন ও জামানি এক ধাপ করে এগিয়ে যথাক্রমে দুই ও তিনে। দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ড চারে। সুইডেন আছে পাঁচ নম্বরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।