বাংলাদেশ-ভারত-পাকিস্তান চলমান পরিস্থিতির কারণে পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলকে পাঠাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু তিন দেশের এমন অবস্থার কারণে নিরাপত্তা জনিত কারণেই নাকি রোহিতদের পাঠাতে চায় না জয় শাহ। যদিও এ খবর এখন পর্যন্ত চূড়ান্ত নয়।
শুধু বাংলাদেশ সফরই নয়, এমনকি ভারতে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা। সেক্ষেত্রে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট। ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।