রোহিত শর্মাকে আবারও কাটারের ফাঁদে ফেললেন মোস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের শুরুতে ২০১৫ সালে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ফিজের কাটারের রহস্য ভেদ করতে পারেননি রোহিত। ভারতীয় প্রাক্তন অধিনায়ক ফের যেন সেই ফাঁদে পড়লেন। এই বাঁহাতি পেসারের বলে আউট হলেন ৭মবারের মতো।
আইপিএলের ১৮তম আসরে আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ানসের ওপেনার রোহিতকে ক্যাচ আউট করেন মোস্তাফিজ। অফ স্টাম্পের বাইরে লেন্থ বলটি অ্যাঙ্গেল করে ফেলা হয়েছিল। রোহিত বলটির পেছনে ছোটেন, ডাউনটাউনের দিকে মারার চেষ্টা করেন। কিন্তু শরীরের ভঙ্গি একদম ভুল ছিল, ফলে ব্যাটে ভালোভাবেই এজ লাগে এবং বল চলে যায় উইকেটকিপার পোরেলের হাতে, যিনি ডানদিকে ঝাঁপিয়ে চমৎকারভাবে ক্যাচটি ধরে ফেলেন। রোহিত বিশ্বাসই করতে পারছেন না তিনি কী করলেন! চারপাশে নীল জার্সি পরা হাজারো দর্শকও হতভম্ব।
মোস্তাফিজের পক্ষ থেকে তেমন কোনো বড় উদযাপন দেখা যায়নি, কিন্তু ভেতরে ভেতরে তিনি জানেন — এটা ছিল এক বিশাল ব্রেকথ্রু! সঙ্গে ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে সপ্তমবারের মতো রোহিতের উইকেট নেওয়ার স্বাদ পেলেন এই কাটার মাস্টার।
আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বার আর আইপিলে এই নিয়ে দ্বিতীয়বার রোহিতকে আউট করলেন মোস্তাফিজ। এর মধ্যে ওয়ানডেতে তিনবার। সেটা ২০১৫ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। সেই সিরিজেই ৫০ ওভারের সংস্করণে অভিষেক হয়েছিল মোস্তাফিজের। তিন ম্যাচেই তিনি শিকার করেছিলেন ভারতীয় ওপেনারকে। এরপর আর ৫০ ওভারের ক্রিকেটে রোহিতকে আউট করতে পারেননি।
টি-টোয়েন্টিতে প্রথমবার ২০১৬ সালে ভারতে হয়ে যাওয়া বিশ্বকাপে রোহিতকে আউট করেছিলেন ফিজ। পরে ২০১৮ সালে নিদহাস ট্রফিতে একবার ফিজের শিকার হন রোহিত।
আইপিএলে মোস্তাফিজ ২০১৬ সাল থেকে খেললেও রোহিতকে প্রথমবার স্বীকার করেছিলেন ২০২৩ সালে। সেবারও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। আজ আবারও দিল্লির হয়েই মুম্বাইয়ের রোহিতকে আউট করলেন ফিজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।