ঢাকাSunday , 12 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রোববার ভোরে ঢাকার ফ্লাইট ধরবেন রিয়াদরা

BDKL DESK
November 12, 2023 12:12 am
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট দলের দেড় মাসের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। ২৭ সেপ্টেম্বর বড় স্বপ্ন বুনে গৌহাটি গিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে যাত্রা সমাপ্ত হয়েছে।

সেমিফাইনালের স্বপ্ন বুনে বিশ্বকাপে গেলেও এই দেড় মাসে তেমন ভালো খবর দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে জয়ে আসর শুরুর পর টানা ছয় ম্যাচে বড় বড় হার দেখে বাংলাদেশ দল। শেষ ম্যাচের আগেরটিতে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

হতাশার ওই বিশ্বকাপ শেষ করে রোববার দেশে ফিরবেন ক্রিকেটাররা। বিসিবির দেওয়া খবর অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাটার্ড বিমানে রোববার সকাল ৯টা নাগাদ দেশে পৌঁছাবেন ক্রিকেটার।

ওই হিসেবে রোববার ভোরে পুনে থেকে দেশে ফেরার বিমান ধরবেন রিয়াদ-মুশফিক-শান্তরা। ইনজুরির কারণে সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে পারেননি। তিনি তাই আগেই দেশে ফিরে এসেছেন।

বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে আটে আছে। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে পয়েন্ট টেবিলে অন্তত আটে থাকতে হবে বাংলাদেশের। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত ও নেদারল্যান্ডস। ওই ম্যাচে ডাচরা হারলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।