মাবিয়া আক্তার সীমান্ত নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। সপ্তম আন্তঃসার্ভিস ভারত্তোলন প্রতিযোগিতায় গড়েছেন নতুন রেকর্ড। ৭১ কেজি ওজন শ্রেণিতে প্রথম স্থান ধরে রাখার পাশাপাশি রেকর্ড গড়েছেন তিনি।
ভারত্তোলনের দু’টি অংশ ক্লিন ও জার্ক। দুই বিভাগেই তিন কেজি করে বেশি তুলেছেন মাবিয়া । ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি উত্তোলন করেন তিনি। ভারত্তোলনে মাবিয়ার ধারে কাছেও নেই এখন কেউ। লড়াইটা তাই নিজের সঙ্গেই করতে হচ্ছে তাকে। মাবিয়া বলেন, ‘আসলে এখন লড়াইটা নিজের সঙ্গে নিজেরই। প্রতি টুর্নামেন্টে চেষ্টা থাকে বিগত ওজন ছাড়িয়ে যাওয়ার।’
মাবিয়া ২০১৪ সালে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দিয়ে আলোতে আসেন। এরপর বেশ কয়েকটি রেকর্ড গড়েন আবার ভাঙেনও। সেসব মনে রাখাও যে এখন কষ্টকর তার মাবিয়ার কথায় বুঝা গেল, ‘ঠিক মনে নেই, কতবার রেকর্ড হলো বা ভাঙলাম। যত দিন খেলব তত দিনই রেকর্ড করতে চাই।’
দেশের সেরা হলেও দক্ষিণ এশিয়ার বাইরে আলো ছড়াতে পারেননি মাবিয়া। কেন এশিয়ার বাইরে নিজেকে মেলে ধরতে পারেন না তিনি! তিনি বলেন, ‘আমার ওজন শ্রণিতে এশিয়ান সেরার মানদন্ডে কয়েক কেজি পিছিয়ে। একজন ভারত্তোলকের খাবার, অনুশীলন, কোচ থেকে শুরু করে অনেক বিষয় জড়িত। বাংলাদেশের ভারত্তোলকরা সবকিছুতেই পিছিয়ে। ফলে বড় পর্যায়ে ভালো করা দুঃসাধ্যই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।