ঢাকাSaturday , 21 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক

BDKL DESK
June 21, 2025 2:39 pm
Link Copied!

দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড এখন সম্ভবত রিশাদ হোসেনই। গেল বছর বিগ ব্যাশে দল পেয়েও খেলতে পারেননি এনওসি জটিলতায়। চলতি বছরেও আছে সেই শঙ্কা। তবু রিশাদকে ঠিকই দলে টেনেছে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং নিজেই তার সাবেক দলের জন্য পছন্দ করেছিলেন রিশাদ হোসেনকে।

এবার রিশাদকে নিয়ে প্রশংসায় মাতলেন আরেক সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিগ ব্যাশের ড্রাফট শেষে আলোচনায় রিশাদকে নিয়ে উচ্চাশাই দেখালেন মেলবোর্ন রেনেগেডসের সাবেক এই অধিনায়ক।

বিগ ব্যাশের ইউটিউব চ্যানেলে ড্রাফট বিষয়ক এক পডকাস্টে রিশাদের বোলিংয়ে মুগ্ধতার কথা জানান অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘রিশাদ হোসেন একজন অত্যন্ত প্রতিভাবান লেগ-স্পিনার। যিনি বলটাকে দারুণ টার্ন করাতে পারেন।’

রিশাদকে বর্তমান লেগ স্পিনারদের চেয়ে খানিক আলাদা করেই রাখলেন ফিঞ্চ, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান সময়ের লেগ-স্পিনারদের তুলনায় তিনি অনেকটাই ভিন্ন। তিনি বলটা ভাসিয়ে দেন, আর যখনই চাপে থাকেন, তখন আরও ধীরে বল করেন।’

ফিঞ্চ অবশ্য গেল বছরই রিশাদকে দেখেছেন খুব কাছ থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওভারের স্পেলে ২৩ রানে ২ উইকেট পেয়েছিলেন রিশাদ। সাজঘরে ফেরান ট্রাভিস হেড এবং মিচেল মার্শের মতো দুই মারকুটে ব্যাটারকে। সেই সময় ধারাভাষ্যকার হিসেবে ক্যারিবিয়ান উপকূলেই ছিলেন পন্টিং এবং ফিঞ্চ দুজনেই।

পন্টিংয়ের কথার সূত্র ধরেই ফিঞ্চ বলেন, “বাংলাদেশি এই লেগ স্পিনার দুর্দান্ত টার্ন করান… রিকি পন্টিং তার ব্যাপারে খুবই ভালো ধারণা পোষণ করেন।”

এর আগে একই কথা বলেছেন হোবার্টের হাই পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার স্যালিয়ান ব্রিগস। তিনি জানিয়েছেন, রিশাদকে দলে নেয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন রিকি পন্টিং। বিশ্বকাপের ম্যাচেই রিশাদে মন মজেছিল পন্টিং– সেটাও জানিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।