সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত এপ্রিলে চুক্তির পর টাইগার শিবিরে যোগ দেয়া অভিজ্ঞ এই কোচের সঙ্গে নতুন করে চুক্তি করতে আগ্রহী দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। মুশতাক আহমেদের এই দুই মাসের কাজ দেখে সন্তুষ্ট বিসিবির কর্তারা। তাই তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চায় সংস্থাটি।
মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩টা নাগাদ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘মুশতাকের সঙ্গে আমাদের নতুন করে চুক্তি করার ইচ্ছা আছে। আমরা এ নিয়ে বোর্ডে আলোচনা করব।’
বিসিবির এই বোর্ড সভায় পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়েও আলোচনা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।