বোলারদের পর লোকেশ রাহুল-রবীন্দ্র জাদেজার ব্যাটিং নৈপুন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক ভারত। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল হার্দক িপান্ডিয়ার দল।
মুম্বাইয়ে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও ওপেনার মিচেল মার্শের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ভালো অবস্থায় পৌঁছায় অস্ট্রেলিয়া। ১৯ দশমিক ৩ ওভারে ২ উইকেটে ১২৯ রান করে অজিরা। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধ্বস নামলে ৩৫ দশমিক ৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয় অসিরা। ৫৯ রানে শেষ ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১০টি চার ও ৫টি ছক্কায় ৬৫ বলে ৮১ রান করেন মার্শ। এছাড়া জশ ইংলিশ ২৬, ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ ২২ ও মার্নাস লাবুশেন ১৫ রান করেন। ভারতের দুই পেসার মোহাম্মদ সামি-মোহাম্মদ সিরাজ ৩টি করে উইকেট নেন। ২ উইকেট শিকার করেন জাদেজা।
১৮৯ রানের জবাবে শুরুতেই অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের তোপে ৩৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ভারত। এরমধ্যে ৩ উইকেটই নেন স্টার্ক। ইশান কিষান ৩, বিরাট কোহলি ৪, সূর্যকুমার যাদব শূন্য ও শুভমান গিল ২০ রানে আউট হন। পঞ্চম উইকেটে রাহুলের সাথে ৫৫ বলে ৪৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন এ ম্যাচের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলীয় ৮৩ ও ব্যক্তিগত ২৫রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন পান্ডিয়া।
পান্ডিয়া যখন ফিরেন তখন ৫ উইকেট হাতে নিয়ে ১০৬ রান দরকার পড়ে ভারতের। ষষ্ঠ উইকেটে ১২৩ বলে অবিচ্ছিন্ন ১০৮ রান তুলে ৬১ বল বাকী থাকতে ভারতকে স্বস্তির জয় এনে দেন রাহুল ও জাদেজা। ৭টি চার ও ১টি ছক্কায় ৯১ বলে অপরাজিত ৭৫ রান করেন রাহুল। ৬৯ বলে ৫টি বাউন্ডারিতে অনবদ্য ৪৫ রান করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া জাদেজা। আগামী ১৯ মার্চ বিশাখাপত্মেম সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।