আগে ব্যাটিং করে ব্রাদার্স ইউনিয়ন ২৬২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ফজলে মাহমুদ রাব্বি ও অধিনায়ক নুরুল হাসান সোহানের জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ বল আগে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। মাহফিজুল ইসলাম রবিন, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমানের হাফ সেঞ্চরিতে ২৬২ রান সংগ্রহ করে ব্রাদার্স। জবাবে খেলতে নেমে দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও আশিকুর রহমান শিবলি মিলে ৫৬ রানের জুটি গড়েন। হাবিবুর এলবিডিব্লিউর ফাঁদে পড়ে ৩২ রানে আউট হলে জুটি ভাঙে তাদের। সঙ্গীকে হারিয়ে কিছুক্ষণ পর ফিরে যান শিবলিও (২৩)।
তৃতীয় উইকেটে ফজলে রাব্বি ও ইয়াসির আলী চৌধুরী মিলে ৭৮ রানের জুটি গড়েন। ইয়াসির ৪৭ বলে ৪১ রান করে আউট হন। এরপর ফজলে রাব্বি হাফ সেঞ্চুরি করে ৫৫ রানে আউট হন। অধিনায়ক সোহান অবশ্য দলের জয় নিশ্চিত করেই ড্রেসিংরুমে ফিরেছেন। ৫৩ বলে ৪ চারে তার ৫৮ রান।
ব্রাদার্সের বোলারদের মধ্যে ইয়াসির আরাফাত মিশু ৪৩ রানে নেন তিনটি উইকেট। এছাড়া আসিফ হাসান ও অলক কাপালি নেন একটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্স শুরুটা ভালো করে। দুই ওপেনার মাহফিজুল রহমান ও ইমতিয়াজ হোসেন মিলে ৯৯ রানের জুটি গড়েন। ৭৫ বলে ৫০ রান করে আউট হন ইমতিয়াজ। দ্বিতীয় উইকেটে মাহফিজুল ও মিজানুর রহমান মিলে ৭৩ রানের জুটি গড়েন। সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে আউট হন মাহফিজুল। পরের কাজটা করেন মিজানুর। ৭৬ বলে ৭৩ রান করে স্বেচ্ছায় অবসর নেন এই ব্যাটার। এই তিন ব্যাটারের হাফ সেঞ্চুরিতে ব্রাদার্স ৫ উইকেট হারিয়ে ২৬২ রানের সংগ্রহ দাঁড় করায়।
ধানমন্ডি ক্লাবের বোলারদের মধ্যে কামরুর ইসলাম রাব্বি নেন দুটি উইকেট। মারুফ মৃধা, সানজুমল ইসলাম, হাসান মুরাদ প্রত্যেকে নেন একটি করে উইকেট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।