ঢাকাWednesday , 12 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রাব্বির ক্যারিয়ারসেরা বোলিংয়ে আবাহনীর সহজ জয়

BDKL DESK
March 12, 2025 6:03 pm
Link Copied!

দলবদলের পালায় ক্ষতিগ্রস্ত হলেও মাঠে তেমন নড়বড়ে মনে হচ্ছে না আবাহনীকে। মোসাদ্দেক হোসেনের অলরাউন্ডিং নৈপুণ্য, সাথে বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমনের সাহসী ও আত্মবিশ্বাসী উইলোবাজি এবং তরুণ বোলারদের কার্যকর পারফরম্যান্স; সব মিলে মাঠের আবাহনীর জয়রথ সচল আছে।

আজ বুধবার শেরে বাংলায় নিজেদের চতুর্থ খেলায় পারটেক্স স্পোর্টিংকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের সহজ জয়ে মাঠ ছেড়েছে আবাহনী। জয়ের নায়ক তরুণ অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি।

বাঁহাতি স্পিনার মাহফুজুর রাব্বির দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশনেই জয়ের ঘ্রাণ পায় আবাহনী। ১৮ রানে ৫ ব্যাটারকে আউট করে পারটেক্সের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনিই।

সাথে অপর বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান (২/১৭) আর অফস্পিনার মোসাদ্দেক হোসেনও (২/৭) চেপে ধরলে ঠিক ১০০ রানে অলআউট হয় পারটেক্স।

১০১ রানের ছোট লক্ষ্যের পিছু ধেয়ে আবাহনী মাত্র ১৪.৩ ওভারেই জয় তুলে নেয়। নিজেকে মেলে ধরতে না পারা জিসান আলম আবারও ব্যর্থ। ফিরে গেছেন মাত্র ৬ রানে। অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটও একদমই কথা বলেনি। তিন নম্বরে নামা মুমিনুল আউট হয়েছেন মাত্র ২ রানে।

তবে ২১ রানে ২ উইকেট পতনের পর পারভেজ ইমন আর মোসাদ্দেক অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়লে আবাহনী সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। ইমন ৫০ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৫ আর মোসাদ্দেক ২৭ বলে ৩ চার আর ২ ছক্কা হাঁকিয়ে ৩৭ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স স্পোর্টিং: ৩৩.১ ওভারে ১০০/১০ (জয়রাজ শেখ ৩৬, রবিউল ইসলাম রবি ৩, সাব্বির রহমান ২৩, রুবেল মিয়া ১, আহরার আমিন ৫, জাওয়ান রাওয়ান ১, আদিল ১৩*; মাহফুজুর রাব্বি ৫/১৮, মোসাদ্দেক হোসেন ২/৭, রাকিবুল হাসান ২/১৭, এনামুল ১/১৪)।

আবাহনী: ১৪.৩ ওভারে ১০১/২ (জিসান আলম ৬, পারভেজ ইমন ৫৫*, মুমিনুল হক ২, মোসমাদ্দেক হোসেন সৈকত ৩৭*)।

ফল: আবাহনী ৮ উইকেটে জয়ী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।