বিকেএসপিতে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মঙ্গলবার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আগে ব্যাটিং করে রায়হান রাফসান রহমানের ৮৭ এবং অনিক সরকারের ৭৭ রানে ভর করে শাইনপুকুর ২৯৮ রান করে। পরে তাদের বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফি দারুণ বোলিং করেন। ১৪ রান খরচায় শিকার করেন তিনটি উইকেট। সব মিলিয়ে দলীয় পারফরম্যান্সে ৭৭ রানের দারুণ জয় পায় শাইনপুকুর।
বিকেএসপিতে ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পারটেক্স। সেই চাপ আরও বাড়ান রাফি। তার স্পিনে কুপোকাত হন পারটেক্সের ব্যাটাররা। সবমিলিয়ে ৪৯.৫ ওভারে ২২১ রান তুলে অলআউট হয়ে যায় তারা। দলটির অধিনায়ক সাব্বির রহমান ৪৭ বলে ২০ রান করেন। সর্বোচ্চ ৪৬ রান আসে জাওয়াদ রোহানের ব্যাট থেকে। রুবেল মিয়া করেন ৪০ রান।
শাইনপুকুরের বোলারদের মধ্যে রাফি ১৪ রানে নেন তিনটি উইকেট। এছাড়া আল ফায়াদ তিনটি এবং রামিন আহমেদ নেন দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুরের শুরুটা হয় অস্বস্তিকর। ৪০ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে অনিক সরকার ও রাহিম আহমেদ ৬৮ রানের জুটি গড়েন। রাহিম ১৩ রানে আউট হলে জুটিটি ভেঙে যায়। এরপর অধিনায়ক রাফসানের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন অনিক। ৭৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলে আউন হন অনিক।
অন্যদিকে অধিনায়ক রাফসান শেষ ওভারের প্রথম বলে লম্বা শট খেলতে গিয়ে মোহর শেখের শিকার হন। সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে আউট হন শাইনপুকুরের অধিনায়ক। তার আগে ৮১ বলে ৭ চার ও ৩ ছক্কায় খেলেন ৮৩ রানের ইনিংস। অনিক-রাফসানের ব্যাটে শাইনপুকুর ২৯৮ রানের সংগ্রহ দাঁড় করায়। এছাড়া মিনহাজুল আবেদীন আফ্রিদি ৩০ ও জুবায়ের হোসেন ৩৯ রানের ইনিংস খেলেছেন।
পারটেক্সের বোলারদের মধ্যে মোহর, আলাউদ্দিন বাবু, শাহিদুল ইসলাম, মুক্তার আলী ও আহরার আমিন একটি করে উইকেট নেন। মুক্তার ৯ ওভারে দিয়েছেন ৯৯ রান!
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।