ঢাকাSunday , 23 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রান বন্যার ম্যাচে রাজস্থানকে উড়িয়ে দুর্দান্ত শুরু হায়দরাবাদের

BDKL DESK
March 23, 2025 10:01 pm
Link Copied!

আইপিএল ২০২৫-এ দুর্দান্ত সূচনা করল সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলটি রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়ে আসরের প্রথম ম্যাচেই নিজেদের শক্তি দেখিয়ে দিল।
রোববার (২৩ মার্চ) রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে হায়দরাবাদ। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেনরা।

ইশান কিশান মাত্র ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। হেড ৩১ বলে ৬৭, ক্লাসেন ১৪ বলে ৩৪ এবং নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ৩০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান তোলে হায়দরাবাদ, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

২৮৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস শুরুতেই ধাক্কা খায়। ২৪ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর, ৫০ রানে পতন হয় তৃতীয় উইকেটের। তবে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়ে রাজস্থানকে খেলায় ফেরান। কিন্তু ১৬১ রানের মাথায় দুজনেই আউট হয়ে গেলে ফের বিপদে পড়ে দলটি।

স্যামসন ৩৭ বলে ৬৬, জুরেল ৩৫ বলে ৭০ রান করেন। শেষদিকে শিমরন হেটমায়ার ২৩ বলে ৪২ রান ও শিবম দুবে ১১ বলে ৩৪ রান করেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৫২৮, যা আইপিএল ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০২৪ আসরে হায়দরাবাদ ও বেঙ্গালুরুর ম্যাচে ৫৪৯ রান হয়েছিল।
হায়দরাবাদের হয়ে হার্শা প্যাটেল ও সিমারজিত সিং ২টি করে উইকেট নেন। রাজস্থানের পক্ষে তুষার দেশপান্ডে ৩ উইকেট শিকার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।