ঢাকাThursday , 9 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রানরেট বাড়িয়ে নিলো ইংল্যান্ড, ঝুঁকিতে বাংলাদেশ!

Sahab Uddin
November 9, 2023 12:20 am
Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনা জোরালো হয়েছিল, কিন্তু ডাচদের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সেই সম্ভাবনা আবার স্তিমিত হতে চললো। ডাচদের ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা আরও জোরালো করলো ইংল্যান্ড।

বিশ্বকাপে আইসিসি এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপের প্রথম সাত দল ও স্বাগতিক পাকিস্তান আগামী ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। এটা শোনার পরেই দলগুলো নড়েচড়ে বসে। টুর্নামেন্টে প্রত্যেকটি দলেরই আর একটি করে ম্যাচ বাকি।

শেষের চার দল ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস সবারই পয়েন্ট চার। তবে, নেট রানরেটে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড (-০.৮৮৫)। তারপরে বাংলাদেশ (-১.১৪২) ও তারপর শ্রীলঙ্কা (-১.১৬০)। সবার শেষে রয়েছে নেদারল্যান্ডস (-১.৬৩৫)।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারার সম্ভাবনা অনেকটাই কম বলা যায়। কেননা বাংলাদেশের শেষ ম্যাচ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে যারা গতকাল আফগানদের বিপক্ষে ৯১ রানে ৭ উইকেট হারানোর পরেই ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে অবিস্মরণীয় এক জয় পায়।

অন্যদিকে, ইংল্যান্ডের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দুই দলের জন্যই এটা গুরুত্বপূর্ণ। কারণ, সেমিফাইনালে পৌঁছাতে পাকিস্তানকে এ ম্যাচে অবশ্যই বড় ব্যবধানে জিততে হবে। অন্যদিকে, ইংল্যান্ডকেও চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস এ দুই দলেরই সর্বশেষ ম্যাচ যথাক্রমে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে। কিউইদের বিপক্ষে শ্রীলঙ্কার জয় পাওয়াটা খুব কষ্টকর হবে সেটা তারাও বুঝে। আর ভারত এ টুর্নামেন্টের অপরাজিত দল। তাদের বিপক্ষে ডাচদের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।

যদি ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস চারদলই নিজেদের সর্বশেষ ম্যাচ জিতে তখন চলে আসবে রানরেটের ব্যবধান। সেজন্য বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করতে অবশ্যই অজিদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। আর না জিততে পারলেও ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারতে হবে। সেক্ষেত্রেও রানরেটের মারপ্যাঁচ চলে আসবে।
তাই বলা যায়, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ভাগ্য অনেকটা সুতোয় ঝুলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।