ঢাকাTuesday , 11 April 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

রাতে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ

parag arman
April 11, 2023 3:52 pm
Link Copied!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় আজ রাত একটায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে মাঠে নামবে বেনফিকা-ইন্টার মিলানও। ২০২১ চ্যাম্পিয়নস লিগ ভুলে যাওয়ার কথা নয় ম্যানচেস্টার সিটির। সেবার ফাইনালে তারা শিরোপার স্বপ্ন দেখছিল। শেষ পর্যন্ত তাদের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যায় চেলসি কোচ টমাস টুখেলের কৌশলে। সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল চেলসি।

সেই কোচ এবার জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে আরেকটি চ্যাম্পিয়নস লিগ মিশনে সেই সিটির মুখোমুখি। এবার অবশ্য কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। টুখেলের নিশ্চিতভাবেই আরেকটি সাফল্যের জন্য মুখিয়ে থাকার কথা। কিন্তু ম্যাচের আগে জানালেন, এবার সিটির সামনে ‘আন্ডারডগ’ হয়ে থাকছে তার দল।

অথচ ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে বায়ার্ন ৬বারের বিজয়ী। সেই জায়গায় ম্যানসিটি শিরোপার স্বাদ পায়নি কখনো। গ্রুপ পর্বেও বায়ার্ন জিতেছে সবগুলো ম্যাচ। ম্যানসিটির ৪ চয়ের বিপরীতে ড্র দুটি। সমৃদ্ধ রেকর্ডের পরও টুখেল সতর্ক, ‘এদিন আমাদের অবস্থানটা আন্ডারডগ হিসেবেই থাকবে। সেটা মেনে নিচ্ছি। তবে আমাদের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং খেলায় নিজেদের সেরাটা দিতে হবে।’

সব সময় নিজস্ব স্টাইলে খেলে থাকেন গার্দিওলা। টুখেল সেটা ভালো করেই জানেন। সিটি কোচকে সামলাতে টুখেল নিজেও নিজস্ব ভঙ্গিতে এগিয়ে যাওয়ার কথা বলেছেন, ‘পেপ সব সময় নিজের রণ কৌশলে অভ্যস্ত। আমরা চেষ্টা করবো সেটা বল দিয়ে বা বল ছাড়া মোকাবিলা করতে।’

এ সময় টুখেল মিডফিল্ডকে বাক্সবন্দী করে রাখার কৌশলের কথাও জানিয়েছেন। পরে তার সঙ্গে সুর মিলিয়েছেন ডিফেন্ডার মাথিয়াস ডি লিখট, ‘সত্যিই ম্যাচটা কঠিন হবে। দেখতে হবে আমাদের রক্ষণ যেন গোছানো থাকে। হাল্যান্ড নিঃসন্দেহে চমৎকার খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় সতীর্থদের কাছ থেকে পাস পেতে তার বোধহয় কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে।’

বড় এই ম্যাচের আগে চোট সমস্যাতে ভুগছে বায়ার্ন। হাঁটুর চোটে ম্যাচ খেলতে পারবেন না এরিক ম্যাক্মি চুপো মোটিং।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।