বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এ দুর্বার রাজশাহীর প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেছে। তবে টুর্নামেন্ট শেষ হলেও এখনো নিজ দেশে ফিরতে পারছেন না দলটির বিদেশি ক্রিকেটাররা, কারণ তারা তাদের পারিশ্রমিক পাননি। হোটেলে অনিশ্চিত সময় কাটাচ্ছেন তারা। এমনকি দেশিরাও হোটেল ছাড়ছেন না পারিশ্রমিক না পাওয়ায়।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে খবর পাওয়া যায়, কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় নিজ নিজ দেশেও ফিরতে পারছেন না দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার রায়ান বার্ল মুখ খুলেছেন। এই অলরাউন্ডার জানান, দেশে ফেরার ফ্লাইট নেই ৫ ক্রিকেটারের। পারিশ্রমিক না পেয়ে হোটেলেই আটকে আছেন তারা।
যদিও বিকেলেই দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই নিজ নিজ দেশে যাত্রা করবেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। আর দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদও বাংলাদেশ ছেড়ে যাবেন আগামীকালের (সোমবার) মাধ্যমে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন রায়ান বার্ল। তার ঠিক আগে রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে লাহোরের উদ্দেশে যাত্রা করবেন মোহাম্মদ হারিস। এছাড়া হেডকোচ ইজাজ আহমেদ ঢাকা ত্যাগ করবেন সোমবার। আর ক্যারিবিয়ান তারকা মিগুয়েল কামিন্স ঢাকা ত্যাগ করবেন ফেব্রুয়ারির ৫ তারিখ।
এছাড়া বাকি খেলোয়াড়রা টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুতই ঢাকা ছাড়বেন বলে জানায় দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।