শেষ সেঞ্চুরি পেয়েছেন ২৭ মাস আগে। এরপর থেকে দেশের জার্সিতে টেস্ট ফরম্যাটে লিটন নিয়মিত রান পেলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ধরা দেয়নি। গেল ৩ বছরের হিসেবে টেস্টে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন। আজ পেলেন সেঞ্চুরিটাও। দলের ভয়াবহ বিপর্যয়ের মুখে নেমেছিলেন ব্যাট করতে। সেখান থেকে খেলে ফেললেন ১৩৮ রানের ঝকঝকে এক ইনিংস।
২৬ রানে ৫ উইকেট চলে যাওয়ার পরে ক্রিজে আসেন লিটন। এরপর খেলেছেন ম্যারাথন এক ইনিংস। আর সেই সুবাদে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে উঠল আরেক বাংলাদেশির নাম। গতকাল ৫ উইকেট নিয়ে বোলারদের তালিকায় উঠেছিল মেহেদী হাসান মিরাজের নাম। আর রোববার সেঞ্চুরি করে ব্যাটারদের অনার্স বোর্ডে নাম তুলেছেন লিটন দাস।
লিটন নিজের নাম অনার্স বোর্ডে লিখছেন এমন এক ছবি পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ। ক্যাপশনে খেলা, রাওয়ালপিন্ডি অনার্স বোর্ড লিটন দাসকে তার অসাধারণ সেঞ্চুরির জন্য স্বাগত জানাচ্ছে।
লিটন যখন ক্রিজে এলেন, দলের সামনে তখন নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ভয়। সেখান থেকে লিটন খেললেন দারুণ এক ইনিংস। প্রথমে মিরাজকে নিয়ে দলের ওপর থাকা চাপ দূর করেছেন। পার করেছেন ফলো-অন। এরপর দলের স্কোরকে দিয়েছেন সম্মানজনক অবস্থান।
লিটনকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেহেদি মিরাজ। ৭৮ রান করে ফিরে গেলেও দলকে দেখিয়েছেন পথ। লিটন মাঝে ক্র্যাম্পে পড়লেও ঠিকই উঠে দাঁড়িয়ে খেলেছেন। পেয়েছেন সেঞ্চুরিও। এদিনের সেঞ্চুরিতে এক ভিন্ন রকমের রেকর্ডেও নাম উঠেছে লিটনের। ৫০ রানের আগে ৫ উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে তিনবার সেঞ্চুরি পেয়েছেন লিটন। এমন কীর্তি নেই আর কারোরই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।