টানা দুই হারে গ্লোবাল সুপার লিগে যাত্রা শুরু করা রংপুর রাইডার্স-ই শেষ পর্যন্ত গড়লো ইতিহাস। টানা তিন জয়ে টুর্নামেন্টটির প্রথম শিরোপা জিতে নিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ ফ্র্যাঞ্চাইজি। দলকে চ্যাম্পিয়নের স্বাদ এনে দিতে শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে ব্যাট হাতে দারুণ ভূমিকা রেখেছেন সৌম্য সরকার।
প্রথমে ব্যাট করতে নেমে ৫৪ বলে ৭ চার ও ৫ ছক্কার মারে ৮৬ রানে অপরাজিত থাকেন সৌম্য। তাতে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের বড় পুঁজি পায় রংপুর। জবাব দিতে নেমে ১২২ রানে থামে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়া।
ফাইনালে নায়কোচিত ইনিংসে দলকে চ্যাম্পিয়নের স্বাদ এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সৌম্য। একইসঙ্গে ৪৭ গড় ও ১৪২.৪২ স্ট্রাইকরেটে ৫ ইনিংসে ১৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তাতে তিনি জিতে নিয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।
৫ ম্যাচের মধ্যে এক ম্যাচে বল করার সুযোগও পেয়েছেন সৌম্য। তবে ১ ওভার বল করে ১০ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি।
বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেট দল নিয়ে গায়ানায় এবার প্রথমবারের মতো আয়োজিত হয় গ্লোবাল সুপার লিগ। এবারের আসরে অংশ নিয়েছিল পাঁচ দেশের পাঁচটি দল। নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সুযোগ পেলেও তারা অংশগ্রহণে ইচ্ছে প্রকাশ করেনি। আর রানার্স আপ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় সুযোগ পেয়ে যায় রংপুর। এর বাইরে পাকিস্তান থেকে লাহোর কালান্দার্স, স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল ভিক্টোরিয়া অংশ নেয়। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ধরে চলা এ টুর্নামেন্টে শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পায় বাংলাদেশের প্রতিনিধি রংপুর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।