ঢাকাFriday , 17 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

যে সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারে বাংলাদেশ

BDKL DESK
October 17, 2025 9:07 am
Link Copied!

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। ১৪ দলের সেই আসরে র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ দল সরাসরি অংশ নেবে, আর বাকি ৬ দল অংশ নেবে বাছাইপর্বের বাধা পেরিয়ে। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকলে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল।

ওয়ানডে বিশ্বকাপের জন্য র‍্যাঙ্কিংয়ে ভিত্তিতে সেরা আট দল বাছাই করা হবে ২০২৬ সালের নভেম্বরে। অর্থাৎ সামনে দেড় বছরে বাংলাদেশ খেলবে মোট সাতটি সিরিজে মোট ২৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। যার ফলাফল প্রভাব ফেলবে টাইগারদের আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে। যেহেতু র‍্যাঙ্কিংয়ে ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল, সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯ এর মধ্যে থাকতে হবে।

সংযুক্ত আরব আমিরাতে সবশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে নান্দনিক পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ।

বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ। ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে নয় নম্বরে। বাংলাদেশ যদি এই সিরিজে ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮০। ক্যারিবিয়দের হবে ৭৬। বাংলাদেশকে নয় নম্বর জায়গা ছেড়ে তারা নেমে যাবে ১০-এ। সিরিজটি তাই রাখছে ভীষণ গুরুত্ব।

বাংলাদেশ যদি উইন্ডিজ সিরিজে ২-১ ব্যবধানে জিতে, তাহলে র‌্যাঙ্কিংয়ে হেরফের হবে না। রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। টাইগারদের হবে ৭৬, ক্যারিবিয়দের ৭৯। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলে ক্যারিবিয়দের পাশে থাকবে ৮১ পয়েন্ট, বাংলাদেশের কমে হবে ৭৩। আর সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং হবে ৮৪, বাংলাদেশের নামবে ৭১- এ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।