শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। অন্যদিকে দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নাঈম শেখ। আজ সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পর এই দুজনকে নিয়ে ব্যখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
গত ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করা নাঈমকে নেওয়ার বিষয়ে লিপুর ব্যখ্যা, ‘দল নির্বাচনের আগে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশন এর কথা ভাবি। ওপেনারের জায়গা তো একটা স্পেশালিস্ট জায়গা। তখন একজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করতে হয়। দলে সাধারণত তিনজন ওপেনার থাকে। সেই আলোকে আমাদের চিন্তা করতে হয়েছে। এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং অ্যাভেইলেবল আছে নাঈম শেখ। তাই সে দলে এসেছে।’
পরে সৌম্য সরকারের না থাকা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সৌম্য সরকার অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ১০ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। সাম্প্রতিক সময়ের ক্রিকেটের যে দাবি, তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন। বড় ক্যানভাসের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন। তাকে আরো এক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে যোগ্যতার আলোকে।’
উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট ড্র হওয়ার পর আগামী ২৫ জুন থেকে কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।