বাংলাদেশের ব্যাটিংয়ের এমন দৈন্যদশা শেষ কবে দেখেছিল সবাই সেটা মনে করতে হয়তো বেশ ভালোভাবেই খোঁজাখুঁজি করতে হবে। কিন্তু এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ যেন কোন রকমভাবে কোন দিশা খুঁজে পাচ্ছে না। ব্যাটিং অর্ডার বারবার পরিবর্তন করেও কোন কাজ হচ্ছে না বাংলাদেশের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাই মিরাজের সহজ স্বীকারোক্তি আমাদের ব্যাটাররা যেখানেই শট খেলছে সেখাইনেই ক্যাচ হচ্ছে। মিরাজ বলেন, ‘দেখেন যে আমরা ব্যাটাররা যেখানে শট খেলছি সেখানেই ক্যাচ হয়ে যাচ্ছে। ক্যাচ হচ্ছে নাহলে ফিল্ডিংয়ে রান আটকাচ্ছে। এরকম তো কখনই হয়নি। শেষ তিন বছর ধরে আমরা ওয়ানডে খেলছি। কিন্তু আমার মনে হয় ভাগ্যটা আমাদের পক্ষে নেই।’
ভাগ্যটাও বাংলাদেশের পক্ষে নেই। সেকারণে মিরাজও একই সুর গাইলেন। ‘দেখেন দিনশেষে আমাদের ভাগ্যটাও কাজ করছে না। আপনি দেখেন আমরা চেষ্টা করছি। আমরা কেউ খারাপ খেলার চেষ্টা করছি না। দিন শেষে আমরা সবাই চেষ্টা করছি। একটা জিনিস দেখেন অনেক সময় ভাগ্য কাজ করে না। আশা করছি বাংলাদেশ আবার ফিরে আসবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।