চলতি বছরটা বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য পয়মন্ত বলাই যায়। শুরুটা ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। সে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখে টাইগ্রেসরা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মিরপুরে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাই হয়। তাতে প্রথমবারের মতো ভারতের সঙ্গে সিরিজ ড্র করে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দলের সেই ম্যাচটি দাগ কেটেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মনে।
চলতি বছরের ২২ জুলাই সিরিজ নির্ধারণী সেই ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৩ রান, হাতে ছিল ১ উইকেট। এমন পরিস্থিতিতে অধিনায়ক জ্যোতি বল তুলে দিয়েছিলেন তরুণ পেসার মারুফা আক্তারের হাতে। অধিনায়কের ভরসার মূল্য রেখেছেন মারুফাও। এই পেসারের করা ওভারের প্রথম দুই বলে একবার করে প্রান্ত বদল করেন দুই ব্যাটার।
দুই দলের স্কোরলাইন সমান হয়ে যাওয়ায় ভারতীয়রা জয় নিশ্চিতই ধরে নিয়েছিল। ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে শর্ট লেন্থে করেছিলেন মারুফা। সেই বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ধরা পড়েন মেঘনা। ফলে ম্যাচটি নাটকীয়ভাবে টাই হয়ে যায়। এই ম্যাচের শেষে মেজাজ হারিয়ে ফেলেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত। ফলে শাস্তির মুখোমুখিও হতে হয় তাকে।
এই ম্যাচটি দাগ কেটেছে বিসিবি সভাপতি নাজুমুল হাসান পাপনের মনে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে মিরপুরের হোম অব ক্রিকেটে প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। এ সময় কথা প্রসঙ্গে ভারতের বিপক্ষে মেয়েদের সেই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়ার সাথে যে ড্রটা করল, শ্বাসরুদ্ধকর ম্যাচ। এখনো আমি ইউটিউবে গিয়ে দেখি। আমার বারবার দেখতে ইচ্ছা করে। এই ম্যাচটা…ড্র করার কথা মনে আছে! শেষ বলে অসাধারণ।’
ঘরের মাঠে ভারতকে সিরিজ হারাতে না পারলেও পাকিস্তানকে ঠিকই সিরিজ হারিয়েছে টাইগ্রেসরা। যাকে বড় অর্জন বলে মানছেন পাপন। তিনি বলেন, ‘ইন্ডিয়া উইমেন এখন খেলছে ইংল্যান্ডের সাথে। অস্ট্রলিয়া ইংল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। যেভাবে ডমিনেট করেছি আমরা এটা তো একটা বিরাট অর্জন। পাকিস্তানের সাথে সিরিজ জিতলাম, এটা একটা বড় অর্জন।’
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ খেলছে নিগার সুলতানারা। সেখানে টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছে টাইগ্রেসরা। আজ থেকেই মাঠে গড়িয়েছে ওয়ানডে সিরিজ। মেয়েদের প্রশংসা করে পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা হচ্ছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট। তাদের সাথে আমরা জিতলাম। ওদের ওখানে গিয়ে, এটা কী একটা সোজা কথা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।