আগামী বছর ১৮ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় বসবে নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। সেই টুর্নামেন্ট সামনে রেখে শনিবার (১৬ নভেম্বর) টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে বাংলাদেশ দল কঠিন গ্রুপে পড়েছে। বিশ্বকাপে বাংলাদেশ যুব নারী দল খেলবে গ্রুপ ‘ডি’তে। একই গ্রুপে আছে শক্তিশালী অস্ট্রেলিয়াও।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে গতবারও একই গ্রুপে পড়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে অজিদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শুধু তাই নয়, সেবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সেও খেলেছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয় জুনিয়র টাইগ্রেসরা।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ছাড়াও গ্রুপ ‘ডি’তে আরও আছে স্কটল্যান্ড ও নেপাল। বাকি গ্রুপগুলোর মধ্যে ‘এ’ গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে। এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতও। একই গ্রুপে আছে স্বাগতিক মালয়েশিয়াও। ‘বি’ গ্রুপে আছে পাকিস্তান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের সঙ্গে আছে দুই নবাগত সামোয়া ও নাইজেরিয়া।
এবারের আসরে সব মিলিয়ে ১৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে প্রতিটি গ্রুপের সেরা তিনটি করে দল মিলিয়ে ১২ দল নিয়ে সুপার সিক্স রাউন্ডে উঠবে। সেখানে তারা দুটি গ্রুপে ৬টি দলে ভাগ হয়ে লড়বে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনাল খেলবে। ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে টুর্নামেন্টের ইতি ঘটবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।