দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি এবার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে। সেখানে নাজমুল হাসান পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ছিলেন। এবার পাপনকে দায়িত্ব দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া হলো।
নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। মন্ত্রীত্ব পাওয়ায় তিনি বিসিবির দায়িত্ব ছেড়ে দেবেন কিনা তা নিয়ে গুঞ্জন আছে। তবে সংবাদ মাধ্যমকে পাপন জানিয়েছেন, মন্ত্রীত্বের সঙ্গে বিসিবির দায়িত্ব পালনে কোন স্বার্থ দ্বন্দ্ব নেই। তবে সম্ভব হলে চলতি বছরই দায়িত্ব ছেড়ে দিতে চান বলেও উল্লেখ করেছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।