আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন সামোয়ার ডারিয়াস ভিসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে ভানুয়াতুর বিপক্ষে এক ওভারে ৩৯ রান তুলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
সামোয়ার রাজধানী আপিয়ায় হওয়া এই ম্যাচে ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ছয় ছক্কা মেরেছেন ভিসার। ওই ওভারে আরও তিনটি বল ছিল নো বল। তাতে টি-টোয়েন্টিতে যুবরাজ সিংয়ের এক ওভারে ৩৬ রানের ১৭ বছর পুরোনো রেকর্ডটি অবশেষে ভাঙল।
শুধু ওই এক ওভারই ভিসারকে ইতিহাসে জায়গা করে দিতে বাধ্য। তবে আজ যা করেছেন, তাতে ওই ওভারটি না হলেও হয়তো ইতিহাস তাঁকে মনে রাখত। দলের ১৭৪ রানের মধ্যে ১৩২ রানই করেছেন ভিসার, দ্বিতীয় সর্বোচ্চ রান ১৬!
এক বছর আগেও এমন কোনো ইনিংসকে ভিডিও গেমস বলে মনে হতো। ২০২৩ ওয়ানডে বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ডাবল হান্ড্রেড সেটা বলতে দিচ্ছে না। তবে সামোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ডারিয়াস ভিসার আজ যা করেছেন, তার তুলনা শুধু ম্যাক্সওয়েলের সে ইনিংস।
৪ রানে দুই উইকেট পড়ার পর নেমেছিলেন। সেটা পাওয়ার প্লের শেষ ওভারেই ১৮ রানে ৪ উইকেট হয়ে গেল। অধিনায়ক ক্যালেব জ্যাসমাটকে (১৬) নিয়ে গড়া ৪৩ রানের জুটিটা যখন দ্বাদশ ওভারে থামল, দলের রাখ তখন মাত্র ৬১। অন্যপ্রান্তের উইকেট পতনের মিছিলকে পাত্তা না দেওয়া ভিসারের রান তখন ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৪।
১৩তম ওভারে একটা ছক্কা মারলেও এর পর কী হবে, সেটা তখনো বোঝা যায়নি। ১৪ ওভার শেষেও সামোয়ার রান ছিল ৭৭। মাঝের এই সময়টায় একটা ছক্কা মেরেও ১০ বলে মাত্র ১২ রান ভিসারের।
এরপরই ইতিহাস বদলে দেওয়া সে ওভার। নিপিকোর প্রথম তিন বলই মিড উইকেট দিয়ে ছক্কা মেরেছেন ভিসার। চতুর্থ বলটি ছিল ফুলটস, কিন্তু সেটা টাইমিং করতে না পারায় সে বলে রান হয়নি। কিন্তু নিপিকো যে নো বল করে বসেছেন ওদিকে!
ফ্রি হিটে পাওয়া সুযোগ হাতছাড়া করলেন না ভিসার, স্কয়ার লেগ দিয়ে মারলেন ওভারের চতুর্থ ছক্কা। পঞ্চম বলটা বেশ জোরেই মেরেছিলেন, কিন্তু বল গিয়ে ভাঙল নস স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প। কোনো রান এল না।
ওভারের শেষ বলটা নিপিকো আবার দিলেন নো বল, কিন্তু ভিসার কাজে লাগাতে পারেননি। পয়েন্টের ফিল্ডার বল আটকে দিলেন।
আবার শেষ বল করতে এলেন নিপিকো, ফ্রি হিট পেয়ে অফ সাইডে সরে এসে লং লেগ দিয়ে ছক্কা মারলেন ভিসার। ওভার শেষ তবু হলো না, কারণ নিপিকো আবার নো বল করেছেন! তৃতীয়বারের মতো ওভারের শেষ বল করতে এলেন নিপিকো, এবার স্কয়ার লেগ দিয়ে ছক্কা ভিসারের। এক ওভারে এল ৩৯ রান!
এটা তীব্র আক্রমণ এর পর আর না দেখালেও যা করেছেন সেটাই যথেষ্ট। ইনিংস শেষ হওয়ার ৩ বল আগে যখন আউট হয়েছেন, ততক্ষণে নামের পাশে ১৩২ রান। সামোয়ার হয়ে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড গড়া ২৮ বছর বয়সী ৬২ বলে ৫ চার ও ১৪ ছক্কা মেরেছেন।
ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ১০৩ রান। ৪৫ বলের এই জুটিতে ফেরেতি সুলুতোর অবদান ১৪ বলে ৫ রান! শেষ ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রানে অলআউট হয়ে যায় সামোয়া।
টি-টোয়েন্টিতে এর আগে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান দেওয়ার রেকর্ড ছিল। ২০০৭ সালে যুবরাজের হাতে ছয় ছক্কা খাওয়া ব্রডের পাশাপাশি আকিলা দনঞ্জয়া (২০২১), করিম জানাত (২০২৪), কামরান খান (২০২৪) ও আজমতউল্লাহ ওমরজাই (২০২৪) ৩৬ রান দিয়েছিলেন এক ওভারে। আজ তাঁদের সবাইকে ছাড়িয়ে গেছেন নিপিকো।
তবে এর আগে এক ওভারে ছয় ছক্কা মাত্র তিনজনই পেরেছিলেন। যুবরাজের পর ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও নেপালের দীপেন্দ্র সিং আইরি এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন। বাকি ওভারগুলোতে বোলাররা অতিরিক্ত রান দেওয়ায় মোট ৩৬ রান হয়েছিল।
এমন রেকর্ড গড়া দেখেও হাল ছাড়েনি ভানুয়াতু। অমন বেধরক মারধরের শিকার নিপিকো ওপেনিংয়ে নেমে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ বলে ৭৩ রান করেছিলেন। ভিসারকে আউট করা অধিনায়ক জশুয়া রাসু (১৪ বলে ২৩) ও টিম কাটলার (১১ বলে ২১) তাঁকে সহযোগিতা করেছেন ভালোই। কিন্তু ৯ বল বাকি থাকতে নিপিকো আউট হয়ে যান। ভানুয়াতুও ১০ রানে হেরে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।