ঢাকাTuesday , 11 June 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র ছেড়েছে বাংলাদেশ দল

BDKL DESK
June 11, 2024 10:52 pm
Link Copied!

ইতোমধ্যেই গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এই দুই ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ টাইগাররা খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তাই আজ যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ানে গেছে বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারানোর পর দক্ষিণ আফ্রিকাকেও হারানোর সম্ভাবনা জাগিয়েছিল তাওহীদ হৃদয়-মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে শেষ পর্যন্ত প্রোটিয়াদের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। যেই ম্যাচে আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
বাংলাদেশের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। আগামী ১৩ জুন ডাচদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টের সুপার এইটে যেতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের জয় খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে শেষ আটে। তাই নেদারল্যান্ডস ও নেপালকে হারালে কোনো ধরণের সমীকরণ ছাড়াই সুপার এইটে খেলবে বাংলাদেশ। তাই সরাসরি শেষ আটে খেলতে হলে নেদারল্যান্ডস ও নেপালকে হারাতেই হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।