ঢাকাSaturday , 26 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

যমজ সন্তানের জনক হলেন আফিফ

BDKL DESK
October 26, 2024 5:12 pm
Link Copied!

যমজ কন্যা সন্তানের জনক হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। সোশ্যাল মিডিয়ায় খবরটি নিজেই জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ অক্টোবর) ফেসবুকে আফিফ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা দুই সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে। আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু করার পথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!’ ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন আফিফ।

আফিফ প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে। বাংলাদেশের জার্সিতে তিনি সবশেষ ম্যাচ খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। ২০২০ সালে ওয়ানডেতে অভিষেকের পর ৩১ ম্যাচে ৬০০ ও ২০১৮ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৬৯ ম্যাচে ১ হাজার ১০৯ রান করেছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।