বিশ্বকাপের শেষটাও মলিনভাবে শেষ করলো বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে হারলো টাইগাররা। শুরুতে বড় রানের স্বপ্ন দেখালেও বাংলাদশি ব্যাটারদের ব্যর্থতায় তা আর বড় হয়নি। একসময় মনে হচ্ছিল বাংলাদেশ ৩৫০ এর বেশি করবে। কিন্তু ৩০৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস
সাকিবের অবর্তমানে অধিনায়কত্বের দায়িত্ব নেয়া শান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, ‘আমার মনে হয় দুটি রানআউটই আমাদের ধারাবাহিকতা বদলে দিয়েছে। আমরা শুরুটা ভালোই করেছিলাম কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি রানআউটের জন্য। যদি আমরা ৩৪০-৩৫০ করতে পারতাম তাহলে ফলাফল হয়তো ভিন্ন হতো।’
বিশ্বকাপে বাংলাদেশি পেস বোলাররা তেমন ভালো করতে পারেনি তবে অজিদের বিপক্ষে স্বরূপে ফেরে তারা। শান্ত বলেন, ‘আমাদের পেস বোলাররা দারুণ বল করেছে তবে আজ স্পিনাররা ভালো করতে পারেনি মাঝের ওভারগুলোতে। আমাদের মাঝের ওভারগুলোতে বোলিং আরো ভালো করতে হবে।’
টুর্নামেন্টে মাত্র ২টি ম্যাচ জিতেই বিদায় নেওয়াতে হতাশ শান্ত। ‘এটা হতাশাজনক যে আমরা আমদের সেরা টুর্নামেন্ট খেলতে পারিনি। মাহমুদউল্লাহ পুরো টুর্নামেন্টেই ভালো ব্যাটিং করেছে। সাকিবও ভালো বোলিং করেছে। আমাদের দল হিসেবে আরো ভালো খেলতে হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।