বিশ্বকাপে আজ (বুধবার) নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো ভুল করলেন না ইংল্যান্ডের ক্রিস ওকস।
ইনিংসের ৩৬তম ওভারের দ্বিতীয় বলে ইংলিশ ব্যাটার মঈন আলির আউটের পর মাঠে নেমেছিলেন ওকস। তিনি যখন ব্যাট হাতে পিচে আসেন তখন তার হেলমেটে ত্রুটি দেখা দেয়। বিষয়টি সাথে সাথে মাঠে দায়িত্বরত আম্পায়ারকে জানান ইংলিশ ক্রিকেটার। পরে ত্রুটিযুক্ত হেলমেটটি পরিবর্তন করে আনেন এই ডানহাতি ব্যাটার।
এর আগে গত সোমবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হেলমেট ত্রুটির কারণে নিজের প্রথম বল মোকাবেলা করতে দেরি করছিলেন শ্রীলঙ্কার ব্যাটার ম্যাথিউজ। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ‘টাইমড আউট’ এর শিকার হন ম্যাথিউজ।
আজ বুধবার (৮ নভেম্বর) যেন একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে না হয়, সেজন্য সর্তক অবস্থানে ছিলেন ক্রিস ওকস। খুব দ্রুতই তিনি আম্পায়ারের কাছে সমস্যার কথা বলেন, পরিবর্তন করেন হেলমেট। এ সময় ওকসকে মিটিমিটি হাসতে দেখা যায়। সম্ভবত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ওই ঘটনা মনে করেই হাসছিলেন তিনি।
গত সোমবারের ওই ম্যাচে লঙ্কান ব্যাটার সাদিরা সামারাবিক্রমার ক্যাচ আউটের পর এক মিনিট ১০ সেকেন্ড পর মাঠে নামেন ম্যাথিউজ। এরপর তার হেলমেটের স্ট্যাপে ত্রুটি দেখার পর ডাগআউটের দিকে ইশারা করে নতুন হেলমেট আনতে বলেন।
ম্যাথিউজ যখন নতুন হেলমেট নিয়ে প্রস্তুত হচ্ছিলেন, ততক্ষণে আগের ব্যাটার আউট হওয়ার আড়াই মিনিট সময় পার হয়ে গিয়েছিল। এ সময় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি আম্পায়ারকে জানালে বোলিং প্রান্তে থাকা আম্পায়ার মারেইস ইরাসমাস ম্যাথিউজকে আউটের ঘোষণা দেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আইন অনুসারে, একজন ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটার দুই মিনিটের মধ্যে নিজের প্রথম বল মোকাবেলা করতে হবে। কিন্তু ম্যাথিউজ সেই নিয়ম ভঙ্গ করায় আম্পায়ার তাকে আউট দেন। যা নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।