ব্যাটাররা এনে দিয়েছিলেন শক্তিশালী পুঁজি। মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে শুরুতে কিছুটা লড়াই করলেন বোলাররা। এরপর আর পেরে উঠলেন না। সেন্ট কিটসে ম্যাচটা সহজেই হেরে গেল বাংলাদেশ। রোববার রাতে প্রথম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা।
কিন্তু এতদিনের প্রশংসনীয় বোলিং বিভাগ হতাশ করলো। ১৪ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচটি জেতে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে ব্যাটারদের মধ্যে তানজিদ হাসান তামিম ও মাহমুদউল্লাহর সঙ্গে ফিফটির দেখা পান মেহেদী হাসান মিরাজ। জাকের আলী শেষ দিকে ঝড় তোলেন।
নিজেদের স্কোর নিয়ে অধিনায়ক মিরাজ বলেছেন, ‘হ্যাঁ, (সর্বমোট সংগ্রহ) আমরা সন্তুষ্ট। এই ধরনের পিচে ২৯৪ রান খুব ভালো স্কোর। কৃতিত্ব তাদের, বিশেষ করে হোপ ও রাদারফোর্ড। এই উইকেটে তারা ভালো জুটি গড়েছে। আমাদের বোলারদের জন্য কঠিন দিন ছিল।’
হারের কারণ নিয়ে তিনি বললেন, ‘আমাদের শুরুটা সত্যি ভালো ছিল, বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম ভালো বল করেছে। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা ভালো বল করিনি, উইকেটও পাইনি। এমনটা হতেই পারে। উইকেট ভালোই ছিল, তারা ভালো খেলেছে।’
তিন ম্যাচ সিরিজে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন রবিবার ৭৪ রান করা ব্যাটার, ‘আমরা অনেক কিছু শিখবো। আমরা কিছু ভুল করেছি। পরের ম্যাচগুলোতে কীভবে আরও ভালো করা যায়, সেদিকে মনোযোগ থাকবে। এখনও দুই ম্যাচ বাকি আছে, আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।