নিউজিল্যান্ডের মাটিতে ১১টি টি-টোয়েন্টি শেষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। তবে এরচেয়েও বড় কিছু পাওয়ার সুযোগ ছিল হাতের নাগালে। দেশটির মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ এসেছিল। কিন্তু শেষ ম্যাচটি হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে টাইগার বাহিনী।
রোববার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জয় পায় কিউইরা।
ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। এরপরে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুললে বৃষ্টির বাগড়া বাধে। তাতে বৃষ্টি আইনে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘বোলাররা দারুণ কাজ করেছে, কিন্তু আমাদের ব্যাটাররা আজ রান করতে পারেননি। সকল বোলার ভালো বল করেছে। টি-টোয়েন্টিতে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। আমরা শুরু করেছিলাম কিন্তু সেটিকে আরও বড় করতে হতো। এখানেই আমরা ভুল করেছি আর ম্যাচ হেরেছি।’
মাউন্ট মঙ্গানুইয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের সুখস্মৃতি। সেই মাঠেই চলতি বছর শেষবারের মতো নেমেছে টাইগাররা। জয় পেলেই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব অর্জনের সুযোগ। কিন্তু সেই সুযোগ মিচেল স্যান্টনারদের ঘূর্ণিতে উড়ে যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।