ঢাকাSaturday , 7 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ম্যাচ সেরা হয়ে যাদেরকে কৃতিত্ব দিলেন মিরাজ

BDKL DESK
October 7, 2023 5:38 pm
Link Copied!

বিশ্বকাপের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল পেয়েছে একপেশে এক জয়। পুরো ম্যাচে দারুণ দাপট দেখিয়ে টাইগাররা জয়লাভ করেছে ৬ উইকেটের ব্যবধানে। আর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অলারাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে বল হাতে ৩ উইকেট নেন মিরাজ এরপর ব্যাট হাতেও তুলে নেন অর্ধ-শতক। যদিও শেষ পর্যন্ত ৫৭ রানেই থামতে হয় টাইগার এই অলারাউন্ডারকে।

মিরাজ অবশ্য পুরস্কার গ্রহণ করার সময় প্রশংসায় ভাসিয়েছেন টিম ম্যানেজমেন্টসহ অধিনায়ককে। জানিয়েছেন বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ম্যাচসেরা হওয়ার অনূভুতি, এটা আমার জন্য দারুণ মুহূর্ত। আমি অতীতে অনেক পরিশ্রম করেছি। টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে হবে কারণ তারা আমার উপর এই বিশ্বাসটা রেখেছিল।’

এর আগে নিজের দারুণ বোলিং নিয়ে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে মিরাজ বলছিলেন, শুরুতে আমি একটু সতর্ক ছিলাম, তবে অধিনায়ক আমাকে ঠিক জায়গায় বল করতে বলেছিলেন। তিনি আমাকে ধারাবাহিকতা বজায় রাখতে বলেছিলেন এবং নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে বলেছেন। যে কারণে কৃতিত্ব অধিনায়ককে দিতেই হয়।’

টপ অর্ডারে ব্যাট করা নিয়ে মিরাজ বলেন, ‘আমি বল বাই বল খেলেছি, রানের দিকে তাকাইনি। উইকেটে একটু টার্ন করছিল, তাই আমি সোজা খেলার চেষ্টা করেছি। আমি সবসময় ৮ নম্বরে ব্যাট করেছি তাই টপ অর্ডারে ব্যাট করা আমার জন্য দারুণ মুহূর্ত। শেষ কয়েক ম্যাচে দল আমাকে টপ অর্ডারে চেষ্টা করেছে এবং এটা আমার জন্য দারুণ মুহূর্ত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।