বসুন্ধরা কিংস ২-১ গোলে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে হারিয়েছে। এই জয়ের নায়ক কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেইরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ অস্কার ব্রুজনের সঙ্গে এসেছিলেন মিগুয়েলও।
বাংলাদেশের ফুটবলাঙ্গনে এই গোলের ভূয়সী প্রশংসা চলছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্বাভাবিক ভাবেই মিগুয়েলকে গোল নিয়ে প্রশ্ন ছিল। পেশাদার ফুটবলার পেশাদার ভঙ্গিতেই উত্তর দিলেন, ‘গোলটি সুন্দর হয়েছে তবে আমার গুরুত্বপূর্ণ দলের জয়। গোলের চেয়ে দল জেতায় আমি খুশি।’
কিংসের কোচ অস্কার ব্রুজনও খানিকটা অবাক হয়েছিলেন শিষ্যের গোল দেখে। ম্যাচের পর তিনি মিগুয়েলকে জিজ্ঞেস করেছিলেন গোল নিয়ে। সেই প্রাপ্ত উত্তর অবশ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন অস্কার, ‘সে আমাকে বলেছে তার অনুমান ও আত্মবিশ্বাস ছিল গোল করতে পারবে।’ শিষ্যের এই গোলের প্রশংসা করে অস্কার বলেন ‘অত্যন্ত সুন্দর গোল। এ রকম গোল সচরাচর দেখা যায় না। মৌসুমের অন্যতম সেরা গোল এটি।’
মালদ্বীপের ক্লাব মাজিয়ার কোচও মিগুয়েলের গোলের প্রশংসা করেছেন, ‘বসুন্ধরা কিংস যে ভালো দল সেটি এই গোলের মাধ্যমে আবার প্রমাণ করে। গোলটি অত্যন্ত উচু মানের।’ কিংসের কোচ ম্যাচে প্রত্যাবর্তনের জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন, ‘পিছিয়ে পড়ে ম্যাচে ফেরাটা চ্যালেঞ্জিং ছিল। সমর্থকদের সমর্থন আমাদের দারুণ কাজে দিয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।