ঢাকাTuesday , 7 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ম্যাচের আগে অস্ট্রেলিয়াকে খোঁচালেন আফগান পেসার

Sahab Uddin
November 7, 2023 12:37 am
Link Copied!

সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। আগামীকাল মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে পাঁচবারেরর বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে সেমির আশা টিকিয়ে রাখা আফগানরা।

ব্যাট-বলের খেলায় হয়তো অস্ট্রেলিয়া বড় দল; কিন্তু স্বাধীনভাবে কথার বলার অধিকার তো সবার সমান। এই সুযোগটিই কাজে লাগালেন আফগান পেসার নাভিন-উল হক। ম্যাচের আগে অস্ট্রেলিয়াকে দি-মুখী আচরণের জন্য বড় করে খোঁচা মেরেছেন এই ডানহাতি পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন নাভিন। স্টোরিতে তিনি লিখেছেন, ‘দুটি দ্বি-পাক্ষিক সিরিজ বাতিল করেছে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্রিকেটের নীতি দেখাটা মজাদার হবে। মানবাধিকার নাকি ২ পয়েন্ট!’

শেষের লেখাটি নাভিন হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন। যেখানে তিনি অস্ট্রেলিয়া ক্রিকেটের দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন। তিনি এখানে বুঝাতে চেয়েছেন, এবার কি মানবাধিকারের দিকে তাকাবে অস্ট্রেলিয়া নাকি তাদের নজর ২ পয়েন্টের দিকে?

আফগানিস্তানে তালেবান সরকারের নীতির বিরোধিতা করে ২০২১ সালে নিজেদের ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। এরপর চলতি বছর একই ধরনের আরও একটি কাজ করে অসিরা। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও বাতিল করে দেয় তারা।

অস্ট্রেলিয়ার অভিযোগ, তালেবানরা আফগানিস্তানের নারীদেরকে স্বাধীনভাবে চলতে দেয় না। এর মাধ্যমে মানবাধিকারের লঙ্ঘন হয়।

এরই পরিপ্রেক্ষিতে পোস্টটি করেন নাভিন। যেখানে তার অব্যক্ত উক্তিটি হলো, যদি অস্ট্রেলিয়ার মানবাধিকারের প্রতি এতই সচেতন হয়, তাহলে এই ম্যাচটি বাতিল ঘোষণা করুক। নাকি তারা ২ পয়েন্টের হারানোর ভয়ে মানবাধিকারের কথা ভুলে গেছে!

বিশ্বকাপের আসরে তো ম্যাচ বর্জনের ঘটনা আগেও ঘটিয়েছে অসিরা। ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ নিরাপত্তা ইস্যুকে সামনে এনে শ্রীলঙ্কায় খেলতে যায়নি। এরপর ২০০৩ বিশ্বকাপে একই কারণ দেখিয়ে জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড।

সাধারণত কোনো দল যদি ম্যাচ বাতিল করে তাহলে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হয়। এক্ষেত্রে খেলতে না নেমেও প্রতিপক্ষ দল দুই পয়েন্ট পেয়ে যায়।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। শুরুর দুই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িযেছে প্যাট কামিন্সের দল। এরপর টানা পাঁচ ম্যাচ জিতেছে তারা। তবে এখনো সেমিফাইনাল নিশ্চিত করতে পারে নি। বাকি দুই ম্যাচের একটিতে জিততে পারলেই শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে অসিরা।

এদিকে সেমির আশা টিকিয়ে রেখেছে আফগানরাও। ৭ ম্যাচে ৪ জয় নিয়ে তাদের পয়েন্ট এখন ৮। বাকি দুটি ম্যাচ জিতলে শেষ চারে জায়গা পাবে আফগানিস্তান। এক্ষেত্রে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরকে জিততে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।