অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে ব্যর্থ হলো আফগানিস্তান। ৯২ রানে অজিদের ৭ উইকেট তুলে নেওয়ার পরেও এমন ম্যাচ না জিততে পারার কোনো ব্যাখ্যা হয় না কারোর। ব্যাখ্যা নেই আফগান অধিনায়কের কাছেও। তবে ম্যাচ হেরে ম্যাক্সওয়েলের সহজ ক্যাচ মিসকেই দুষছেন এই বাহাতি ব্যাটার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হাসমতউল্লাহ শহিদি বলেন, ‘সত্যিই হতাশাজনক। ক্রিকেট মজার খেলা। এটা অবিশ্বাস্য। আমরা ম্যাচে ছিলাম, আমাদের বোলাররা দারুণ বোলিং করেছেন এবং মিসগুলোই আমাদের কষ্ট দিচ্ছে। আমার মনে হয় ক্যাচ মিসটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, কেননা এরপর ম্যাক্সওয়েল আরো ভালো খেলতে থাকেন।’
ম্যাক্সওয়েলের প্রশংসা করে শহিদি বলেন, ‘আমরা জানতাম ম্যাক্সওয়েল যেকোনো রকম শট যেকোনো সময় খেলতে পারেন। পুরো কৃতিত্ব তাকেই দিতে হয়। আমাদের বোলাররা ভালো বোলিং করেছেন, কিন্তু তিনি কোনো সুযোগই দেননি। এই দলকে নিয়ে আমি গর্ব করি কিন্তু এভাবে আজ শেষ করতে চাইনি। আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরে আসার চেষ্টা করবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।