ঢাকাWednesday , 10 May 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. টেবিল টেনিস

মোহামেডানের বিপক্ষে প্রাইম ব্যাংকের সহজ জয়

parag arman
May 10, 2023 4:57 pm
Link Copied!

বোলারদের নৈপুন্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।আজ সুপার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে প্রাইম ব্যাংক ৬ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। এতে সুপার লিগে চার ম্যাচে দ্বিতীয় জয় পেলো প্রাইম ব্যাংকের। অন্য দিকে চার ম্যাচে এটি তৃতীয় হার মোহামেডানের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে মোহামেডানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের পাকিস্তানী স্পিনার কাশিফ ভাট্টি, পেসার রেজাউর রহমান রাজা ও স্পিনার নাসির হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ২৭ দশমিক ৩ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার রুবেল মিয়া। এছাড়া দশ নম্বরে নামা খালেদ আহমেদ অপরাজিত ১৯, অধিনায়ক ইমরুল কায়েস ১৬ ও আব্দুল মাজিদ ১৫ রান করেন। শেষ উইকেট জুটিতে খালেদ ও নাজমুল ইসলামের ১৫ রানের জুটিতে মোহামেডানের রান ১শ পার হয়।

প্রাইম ব্যাংকের ভাট্টি ৪, রাজা ৩ ও নাসির ২টি উইকেট নেন। ১ উইকেট নেন শফিউল ইসলাম।

১১০ রানের সহজ টার্গেট স্পর্শ করতে ২০ দশমিক ৫ ওভার ব্যাট করে প্রাইম ব্যাংক। শাহাদাত হোসেন-প্রান্তিক নওরোজ নাবিল ৩০ রান করে করেন। এছাড়া জাকির হাসান ১৯, অধিনায়ক মোহাম্মদ মিথুন ১৬ ও নাসির অপরাজিত ১০ রান করেন। মোহামেডানের স্পিনার নাজমুল ৩টি উইকেট নেন।

এই জয়ে ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ প্রাইম ব্যাংকের। সমান ম্যাচে ১৫ পয়েন্ট মোাহমেডানের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।