ঢাকাSunday , 21 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মোহামেডানকে জয়ের ধারায় রাখলেন মোজাফফরভ-দিয়াবাতে

Sahab Uddin
January 21, 2024 12:14 am
Link Copied!

চলতি ফুটবল মৌসুমে মোহামেডানের প্রাণভোমরা হয়ে উঠছেন উজবেকিস্তানের ফুটবলার মোজাফফর মোজাফফরভ। স্বাধীনতা কাপের কোয়ার্টার ও সেমিফাইনালে গোল করে সাদাকালোদের ফাইনালে তুলেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফেডারেশন কাপেও তার গোলে জয়ে সূচনা করেছে আলফাজের দল।

শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি। পুলিশ এফসির বিপক্ষে এক পর্যায়ে সমতায় চলে আসা ম্যাচ মোহামেডান নিজেদের করে নিয়েছেন দুই বিদেশি সোলেমান দিয়াবাতে ও মোজাফফরভের গোলে। ময়মনসিংহে হোমভেন্যুতে মোহামেডান ৩-২ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে।

সোলেমান দিয়াবাতের বাড়ানো বলে ২৭ মিনিটে গোল করে মোহামেডানকে লিড এনে দিয়েছিলেন জাফর ইকবাল। কলম্বিয়ার পালাসিও মাতেওর গোলে ম্যাচে ফিরেছিল পুলিশ।

১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের ব্যবধানে গোল করে মোহামেডানকে ৩-১ গোলে এগিয়ে দেন মোজাফফরভ ও সোলেমান দিয়াবাতে।

দিয়াবাতে ৭০ মিনিটে মোজাফফরভকে দিয়ে গোল করান এবং ৭৮ মিনিটে নিজে করেন। ৮৪ মিনিটে শাহেদ হোসেন গোল করলে পুলিশের হারের ব্যবধান কমে ৩-২ হয়।
চার ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে কিংসের পরই অবস্থান মোহামেডানের। গত লিগে তৃতীয় হয়ে চকম দেখানো পুলিশ ফুটবল ক্লাব দ্বিতীয় হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।