ঢাকাTuesday , 27 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মোস্তাফিজ-তাসকিনকে খুব বেশি মিস করবেন না লিটন

BDKL DESK
May 27, 2025 10:34 pm
Link Copied!

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই বাংলাদেশ দলের দুই প্রধান বোলার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাসকিন স্কোয়াড ঘোষণার সময়ই বাদ পড়েন। আর সিরিজের আগমুহূর্তে চোটে পড়ে ছিটকে যান আইপিএল-ফেরত মোস্তাফিজ। দলের দুই গুরুত্বপূর্ণ পেসারকে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে কতটা ভালো করতে পারবে বাংলাদেশ, তা নিযে সংশয়-সন্দেহ আছে ভক্তদের। তবে মোস্তাফিজ ও তাসকিন না থাকলেও বাংলাদেশ খুব বেশি অসুবিধায় পড়বে না বলে মনে করছেন অধিনায়ক লিটন দাস। বরং এটাকে অন্য পেসারদের জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘তেমন (অসুবিধা) নয়। তাসকিন ও ফিজ (মোস্তাফিজ) যদিও আমাদের মূল বোলার। তবে তারা যখন না খেলে, নতুন দুজন তাদের স্কিল দেখানোর সুযোগ পায়। এটি তাদের জন্য অনেক বড় সুযোগ।’ ‘ফিজ (মোস্তাফিজ) আমাদের মূল বোলার। তবে আমাদের দলও খুব ভারসাম্যপূর্ণ। দলের বোলার যারাই আছে, তারা ম্যাচে ভালো করার জন্য খুবই সামর্থ্যবান। তাই আমাদের বিশ্বাসটা আছে।’ পাকিস্তানের উইকেট নিয়ে লিটন বলেন, ‘উইকেট সম্পর্কে যদি বলি, পিএসএলে সবশেষ যতগুলো ম্যাচ দেখেছি… খেলার তো সুযোগ হয়নি। তো যতক্ষণ টিভিতে দেখার সুযোগ হয়েছে, উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি। অবশ্যই এখানে রান হবে আমরা আশা করছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।